ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 22 June 2018

অরিজিত চট্টোপাধ্যায়ের দুটি কবিতা

১) গুলজারিশ
~অরিজিত চট্টোপাধ্যায়

নীলচে আকাশ
কী আর দেবে তোকে ?
বাড়াস হাত , নেশার উদ্রেকে
ঝাপসা চোখে বিষাদ ভালোবেসে
আমার বুকে , কান্নাকুসুম রাখিস ।

তোর গায়ে সব কবিতা ছুড়ে মারি
শব্দেরা সেই আগুন হয়ে জ্বলে
তোর কখনো শরীর জালা করে ?
নীরব কেন থাকিস
জ্বালার পরে শীতল নাভিদেশে
বৃষ্টি ভালোবাসিস ?

আমারও মেঘ দীর্ঘ বেলাশেষে
বর্ষা নামায় অলীক আক্রোশে .....

বৃষ্টিমাখা মন্দাকিনী নারী
ক্লান্ত পায়ে
তোর গায়ে সব কবিতা ছুড়ে মারি
নীরব কেন থাকিস ...

২) বৃষ্টিকথন

~অরিজিত চট্টোপাধ্যায়

এই বর্ষাতে চশমার অজুহাত
চোখের ভেতরে জমে থাকে কত ক্ষত ...
সেলফোন জুড়ে বেজে চলে মল্লার
ভিজে দুটো ঠোঁট এখনও অসংযত ।

জানলার পাশে এলোমেলো বসে থাকা -
খোলা চুল জুড়ে শ্রাবণ গড়িয়ে পড়ে ,
আলসেমি তোর বৃষ্টির চুপকথা
ভিজে যাওয়া মন শুকোয় বালিশ জুড়ে ।

আজও ছুটি হয় রেনি ডে তে ইস্কুল ?
রাস্তার জলে কাগুজে নৌকো চলে ?
শেডের নীচে বিপাশা আর মফিসুল
সব ভাষা ভুলে আদরের ভাষা বলে ?

নিশ্চয় বলে , বর্ষার দৌলতে ।
সাম্প্রদায়িক রোদ বাড়ে মাঠ জুড়ে
মেঘ করলে তবুও মানুষজন
বৃষ্টির সাথে প্রেমের কবিতা পড়ে ।

Arijit Chatterjee
N.S. Bose Road
Near Ananda Marg
Po- Dulmi Nadiha
Purulia - 723102

2 comments:

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি