ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 17 May 2018

সভ্যতার অন্তরালে

সভ্যতার অন্তরালে
~তনিমা গাঙ্গুলী
কলকাতা তেও আছে ওই নিষিদ্ধপল্লির নাম
ওইখানে তেই যাও না বাপু মেটাতে তোমার কাম।
তারা যে আজ দেহ ব্যবসায়ী অর্থের বিনিময়ে
যদিও ওরা সমাজের কাছে পতিতা আখ্যা পায়।
তাই বুঝি তুমি এড়িয়ে চলো ওই বেশ্যা-র পিছু
ওও নানা তোমার তো চাই সদ্যজাত শিশু।
সাত-আট মাসের ছোট্ট শরীর,বৃদ্ধা কিংবা কিশোরী
আঠারো-কুড়ি যৌবন পালায় ডাগর যার শরীর।।
জনসমক্ষে ধর্ষণ কর, খুন ও কর তাকে
খুন আর করবে কী! সে তো অত্যাচারেই মরে।
দুদিন দুদিন মিটিং-মিছিল, ক্যান্ডেল-লাইট সমাবেশ
সোশ্যাল মিডিয়া ওমুক তমুক, ময়নাতদন্তে সব শেষ।
ধর্ষকেরা থাকছে মজায়, পাচ্ছে নাকো শাস্তি
ধর্ষণের সংখ্যা তাই আজ বিশ্বে নিচ্ছে স্বস্তি।।
ঠিকানা: উত্তর ঝাঁপড়দহ, ডোমজুড়-হাওড়া

2 comments:

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি