ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 17 May 2018

শুভদীপ সেনের দুটি কবিতা


১। আমার মা,আমার না
    ******************


তখন তুমি ব্যাকরণ ঠোঁটে চালক।
অবাক রোদে জল দিয়েছো গাছে।
সময় মাঝে তুমিই কর্তৃকারক,
ফিদা হুসেনের জ্বর এসেছে নীচে।
নয় কবিতা একাদশী হয় রাতে
ভূগোলে তুমি খোঁজো পৃথিবী'র ছ্যাঁকা
জেরুজালেমের সন্ধ্যে নামে হাতে
তরুণী শাড়ি'র বিয়ের কথা পাকা...
গন্ধে আছো,সন্ধি করোনি ভোরে।
পোয়াতি এখন উপোসী সিঁধেল চোর–
কবির কলম ডিম পাড়ে সব নীড়-এ?
দোহাই তোমার অসভ্যতার বহর।
তোমার সূত্রে অংক বুঝিনা-ঠিক।
আমাকে একটা অনুমতি আজ দেবে?
সাগর বরং পরের পর্ব নিক...
কাল পেরেকে কোলকাতা আটকাবে!
^^^^^^^^^^^^^
২। অথঃ পুরুষ কথা
    ***************
যুক্তি যখন ঈদের চাঁদ
            করুণ চোখে ধাইবো পিছে
অকালবোধন তৃতীয় চোখের
            পলক জুড়ে রোদ কমেছে
শঙ্খ ঘোষের আপন মনে
            চলছে নতুন বই প্রকাশ
উল্টো গালের লাল কুমকুম
            চাইছে কেবল সর্বনাশ
শিখতে শিখতে পৌঁছে যাবো মধ্যরাতে তিনতালাক
লুকিয়ে দেওয়া কথা'রা সব,ব্যথা হয়েই বেঁচে থাক..
যখন তোমায় ভীষণ মানাই
         অপরাধ বোধ কাজ করে না
বে-আব্রু সব ডাকপিওনের
         কেয়ার-অফ হয় কচুরীপানা
তবুও পুরুষ দুশ্চরিত্র
              কথায় কথায় কানামাছি
গত সন্ধ্যের কোলবালিশ-এ
                      ফুলশয্যার তত্ত্বসূচী
সহজ শর্তে মৃত্যুকালীন সময় ঢাকে হাত-অজুহাত
তোমার লগ্নে দেবতা সাজলে নিহত স্মৃতি অন্তর্ঘাত
^^^^^^^^^^^^
কলম-এ : শুভদীপ পাপলু
কথা : ৯৮৭৪২৬৭০৪৩
ঠিকানা: ১৭/১০৪৮,আদর্শপল্লী,ধরমপুর
              ডাক+থানা-চুঁচুড়া , জেলা-হুগলী
                              সূচক-৭১২১০১


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি