ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 18 May 2018

একটি শহুরে রাত এবং বৃষ্টি (মুক্তগদ্য)

একটি শহুরে রাত এবং বৃষ্টি।
~ অনামিকা দত্ত

একটানা বৃষ্টি হওয়ার পর সবে বৃষ্টিটা একটু থামলো।ঘরটা গুমোট হয়ে আছে,গোড়ালি উঁচু করে জানলার ছিটকিনি খুলে দিতেই একরাশ ঠান্ডা হাওয়া সবেগে শরীরে মৃদু ধাক্কা দিয়ে ঢুকে এলো।সেই হাওয়ার মিশে আছে ভেজা মাটির গন্ধ।চোখ বন্ধ করে দীর্ঘক্ষণ সেই গন্ধ অনুভব করতে চায় মন।কানে আসে কোথাও কার্নিস বেয়ে বা ল্যাম্পপোস্টের তার থেকে চুঁইয়ে চুঁইয়ে জল মাটিতে পড়ে টুপটাপ ধ্বনি তুলছে, পাতার খাঁজে সঞ্চিত জল গড়িয়ে পড়ছে শব্দ করে।কিছু কুকুর কাক ভেজা হয়ে গা ঝাড়া দিচ্ছে,সব শব্দই কানে আসছে।আকাশের বর্ণ কালচে লাল,রাতের আকাশে মেঘ জমলে আকাশটা এমনই লালিমায় ভরে ওঠে।

একটানা মুষল ধারায় বৃষ্টিতে পথে লোকজন ছিল না, সব কোলাহল যেন গিয়েছিল থেমে।নতুবা মেঘের গর্জনে,বৃষ্টির ঝমঝম শব্দে মিশে গিয়েছিল। তবে বৃষ্টি ধরে যেতে পথের মানুষ পথে নেমেছে,যা গিয়েছিল থেমে তা পুনরায় হল শুরু।লোকজন বাড়ে,বাড়ে কোলাহল, বাড়ে শব্দ ;হারিয়ে যায় শুধু বৃষ্টি ভেজা টুপটাপ আর ঝমঝম ধ্বনিগুলি। যা শুনতে পাই সে বড় সাধারণ, কানে লাগেনা তেমন।কান শুনতে চায় সেই চুঁইয়ে পড়া জলের ধ্বনি-প্রতিধ্বনি। যেই মৃদু ধ্বনির ঝংকার আলোড়ন তোলে মনে। খুঁজে বেড়ায় ভেজা মাটির সেই অকৃত্রিম গন্ধখানি।

ততক্ষনে সেই লাল মেঘের দল কোথায় কতদূর গেছে ভেসে।এই সুন্দর পৃথিবীর বুকে, নগরীর কুৎসিত আবর্জনাগুলোকে ধুয়ে,মুছে ভাসিয়ে দিয়ে সে নিজেও কোন নাম না জানা দেশে পাড়ি দিয়েছে কে জানে। গ্রীষ্ম দহন তাপে ঝিমিয়ে পড়া গাছগুলোর গোড়া জল পেয়ে যেন সজীব হয়ে উঠেছে, আবার বৃষ্টির রুদ্ররূপের দোলায় কিছু গাছের শিরদাঁড়া বেঁকেছে।

আকাশে আর মেঘ নেই,ঝলমলে আকাশে চাঁদ হাসছে,তারা ঝিকমিক করছে।তবে বৃষ্টির ফোঁটাগুলো এখনো শুকোয়নি; তাই তো সেই ফোঁটাগুলির ওপর বিরাট আকাশটার ছায়া পড়ে হাজারটা চাঁদ-তারা যেন পৃথিবীতে নেমে এসেছে।এখন যদি  একটিবার সারা শহর বিদ্যুৎ চ্যুত হয়,সারা শহর দেখত তারাদের এমন পৃথিবীতে নেমে আসার কাহিনি। কিন্তু এমন কৃত্রিম আলোয় ঝলমলে শহরে, হাজার কোলাহল-ব্যস্ততার মাঝে আমার মত আর কি কেউ এমন করে দেখছে চাঁদ-তারাদের পৃথিবীতে নেমে আসার অদ্ভুত গল্প।।

অনামিকা দত্ত
ঠিকানা- ইছাপুর মাঝের পাড়া হাওড়া -৭১১১০৪

2 comments:

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি