ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 18 May 2018

রাতের কোলকাতা বনাম রাবনের লঙ্কা

রাতের কোলকাতা বনাম রাবনের লঙ্কা -
~ইন্দ্রাণী ঘটক

" রাতের কলকাতা?সে কি গা?"
সত্যি ই জানে না পাড়া গাঁ এর ছোট্ট সীতা।
তার দৌড় তো ওই 'খিড়কি থেকে সিংহ দুয়ার'
তবে যখন ই পেয়েছে ছুটি-
হেঁটে গিয়েছে বাঁধানো রাজপথ ধরে নাক বরাবর,মাইল ছ'টেক।
দুধারে সারি সারি গাছ,দু'রাস্তার মাঝে একটু জমিন-
এই দেখেছে সীতা দুচোখ ভরে,
আর দেখেছে- মেঘে মেঘে সিঁদুর খেলে ডুবতে থাকা সূর্য -
এই তো তার পৃথিবী,সে কি জানবে রাতের কোলকাতা।।
     হঠাৎ কোত্থুকে এল রাজপুত্তুর এক,নিয়ে হাজার স্বপ্নের ঝুলি,দেখাবে রাতের কোলকাতা।
খুশির জোয়ারে ভাসল সীতা,পা দিল স্বপ্নরাজ্যে।
কিন্তু কোথায় হারিয়ে গেল সেই রাজপুত্তুর?
কই তার রাজপ্রাসাদ? ফটক পেরিয়ে তার বিশাল বাগান?
কোথায় সে সব??
কোথায় যাবে সীতা?
স্বপ্ন রাজ্য ভেবে পা ফেলেছে রাবনের লঙ্কায়।
ফলও পেল হাতেনাতে,
রাত না ফুরাতেই খুবলে খেল তার শরীর লঙ্কাপুরীর নরপিশাচে,
হা ঈশ্বর! এই কি তবে 'রাতের কোলকাতা'?
এতো নয় কোনো স্বর্গরাজ্য-- এতো নরক।
জ্যন্ত পুতুলের চলে লুটপাট
বলি হয় ক্ষুদ্রাতিক্ষুদ্র নারী শাবক
ধিক্,ধিক্ তোরে কোলকাতা
সীতা যেথায় নিগৃহিতা,রাজ্যপাট দেখে রাবনরাজা।


          ইন্দ্রাণী ঘটক(দুর্গাপুর,গোপালমাঠ)



No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি