ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 27 July 2018

মোহাম্মদ ইমাদ উদ্দীনের দুটি কবিতা

কবিতা: ০১
------------------
               বর্ষার হাসি
      মোহাম্মদ ইমাদ উদ্দীন
বর্ষা নতুন সাজে সাজায় প্রকৃতির রং,
প্রকৃতিতে ফিরে আসে সজীবতা।
গ্রীষ্মের তাপে মাঠ-ঘাট ফেটে হয় চৌচির,
বর্ষায় ফিরে আসে সেই সজীবতা।
গাছে গাছে সবুজ পাতা,
আর নানা ফুলের সমারোহ।
জমিতে জমিতে ধান,
কৃষকের মুখে হাসির বান।
প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য গড়ে ওঠে,
আর মানব মনে বয়ে আনে আনন্দের জোয়ার।

কবিতা:০২
---------------
      বর্ষার কষ্ট
মোহাম্মদ ইমাদ উদ্দীন
বৃষ্টির পানিতে রাস্তাঘাট থৈ থৈ,
বাইরে বের হওয়া কত কষ্ট?
প্রয়োজনের তাগিদে বাইরে যেতে হয় তবুও।
রিক্সা-সিএনজি চালকের কাছে,
যাত্রীদের গুনতে হয় অতিরিক্ত ভাড়া।
দিনমজুররা হয় ঘরে আবদ্ধ,
দুঃখের সীমা থাকে না তাদের।
গরীবের ভাঙা চালা দিয়ে,
পানি পড়ে ভেসে যায় ঘর।
বর্ষার দিনে কাঁচা তরকারির দাম বেড়ে,
মধ্যবিত্ত ও বস্তিবাসীদের বেড়ে যায় কষ্ট।
কবিতা প্রেরক:
মোহাম্মদ ইমাদ উদ্দীন
ঠিকানা:
C/O, মাওলানা মন্জিল, চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২, পূর্ব জোয়ারা (৪৩৮০), চন্দনাইশ,চট্টগ্রাম,বাংলাদেশ।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি