ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 27 July 2018

শুভদীপ চক্রবর্তীর দুটি কবিতা

১)

#ঈশ্বর
#শুভদীপ

খুঁজেছি তোমাকে মরু প্রান্তরে/
কখনো বা দ্বীপ থেকে দ্বীপানন্তরে।

খুঁজেছি মন্দিরে, মসজিদে বা গির্জায়/
কীর্তনে, আজানে বা প্রার্থনায়।

চেষ্টা করেছি পেতে তোমাকে গানে গানে/
না বুঝে তোমার সত্যিকারের মানে।

ভজন, সুফি বা যীশু সঙ্গীতের মূর্ছনা/
তোমায় খুঁজতে গিয়ে সয়েছি অনেক লাঞ্ছনা।

ধূপ, দীপ, ফুল বা মালা/
সাজিয়েছি তোমার জন্য কতোবার ডালা।

কখনো বেঁচেছি, কখনো বা মরেছি/
তোমার জন্য নিজেকে ভেঙেছি আর গড়েছি।

অবশেষে পেয়েছি তোমায়, মানুষের কাজে/
মানুষ হয়ে মানুষেরই মাঝে।

ওই শোনা যায় বিবেকের বাণী/
দূর করো তোমায় নিয়ে এত হানাহানি.....                                       
"জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর,
বহু রূপে সম্মুখে তোমার
ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর"।।
............................................................... 

২)

#তোর শহর.                                                                       #শুভদীপ                                                                                
তোর শহরে থাকতে চাইনা আর/
শুধুই যন্ত্র আর যান্ত্রিকতার ভিড়/
এখানে মানুষ খায় মানুষের মাথা/
মানব মননে ধরেছে আজ চিড় ।।

তোর শহরে থাকতে চাইনা আর/
এখানে প্রেমের দাম দেয়না কেউ/
ছুটছে সবাই ভালো - বাসার তরে/
ঈদে দরিদ্রের জোটে শুধুই সেউ।।

তোর শহরে থাকতে চাইনা আর/
টাকার পিছনে মানুষ আর তার পিছনে টাকা/
বিসর্জন হয়েছে এখানে মনুষ্যত্বের/
অনুভূতির স্তর গুলো আজ সব ফাঁকা।।

তোর শহরে থাকতে চাইনা আর/
এ শহর শহর নয়, শুধুই মরুপ্রান্তর/
বন্ধু বন্ধু কে ভুলছে এখানে/
বিবেকের ঘটেছে আজ দ্বীপান্তর।।
..........................................................
শুভদীপ চক্রবর্তী
9830331927
Amherst Street PHE
57 Raja Rammohan Roy Sarani, D-30, 2nd Floor, Kolkata - 09

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি