ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 27 July 2018

সঞ্জয় দাসের তিনটি কবিতা

১..সেদিন সৈকতে......

 সাগরের নোনা জলের ঢেউ,
আমার  ক্লান্তিহীন মনের  একছত্র আকাশে।    দূরে বিস্তীর্ণ হাতছানিতে  ডাকে কেউ
নোনার পাতার তিরতির উজ্জ্বল বাতাসে ।

একাকী  নিদ্রাবিহীন  অশ্রু চোখে 
অনেকটা সময়ের অভিঘাতের বেদনায়
নিজেকে গুটিয়ে নিয়েছি অনেকের সম্মুখে ,
শতবাধায় শতদলের আনন্দের
নীল কামনায় ।

অসংখ্য বালির ভিড়ে 
ফুটে ওঠা কয়েকটা মাথা,
নাম না জানা জলচর  প্রানি
থিতিয়ে পড়া বালির স্তুুপে,
দূরে একাগ্রচিত্তে কয়েকটা বিক্রেতা
তাদের বিষন্ন ব্যথা।
মাঝে মাঝে বলে যায়
মনের কথা
জলের কলতানে।

হারিয়ে যাওয়ার ভিড়ে,
ছিলাম মোরা একা
যেদিকে তাকায় পাই না দেখতে
কোথাও একটু ফাঁকা,
আঙিনা ভাঙা মনের দুয়ারে
দোকান পেতেছে কারা ।
এলিয়ে দিয়ে শরীর মোরা
বালির স্তুুপে শয়ন করা ।             


২.    মৃত্যুর স্রোত
        --------

অভ্রান্ত মনের সংক্ষেপিত
ডানাকাটা ইচ্ছেগুলো
মুখে লেগে থাকে
শোষনের পরিধিতে,

রাত্রি জাগা
উদভ্রান্ত মনের সতর্কতা
অস্থিরতায় প্রহর গোনে ।

শব্দের লীলা খেলায় মেতে ওঠা
একটা দল
অধিকার  কায়েমের
জোরালো অহংকার নিয়ে -

পরিবর্তনের আশ্বাসে
বাজী রাখা জীবন
গলতে থাকে মৃত্যুর রক্ত স্রোতে ।


৩.   রাত ডাকা
       ------------

একটা স্বপ্ন
কয়েকটা মানুষের সাদা মাথা
চারিদিকের নিস্তব্ধতা
এগিয়ে আসে
কাঁপানো কণ্ঠে
বিস্তীর্ণ সবুজের হাহাকারে

শায়িত হাড় থেকে খসে যাওয়া
মাংশের ঘ্রাণ  নিতে
ছুটে আসা পিশাচের দল
রক্ত দাঁতে উল্লাসিতার উন্মাদ ,

মাটির তলে
নয় খুব গভীরে,তারই ওপর
শোনা যায় পত্রের শিহরণ
ঝিঁঝির ক্রন্দন আর
বাদুড়ের চিৎকার ।

নাম: সঞ্জয় দাস
ইন্দা,খড়গপুর
পশ্চিম মেদিনীপুর
৭২১৩০৫



1 comment:

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি