ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 27 July 2018

জন্মান্তর

জন্মান্তর
     ********
~শুভদীপ পাপলু

দেখি,আলপিন দিয়ে আঁকা,
ঠোঁটে জং ধরা বিদ্রোহ।
বেলা;ইজরায়েল-এ ঘর বানাও,
পরমানু তো তোমার তৈরী মোহ!

দেশ হয়ে গেছে ঘর ছাড়া,
যারা হুজুর নামে'তে ডাকতো--
তারা পুলিশে পড়েনি ধরা,
তারা মরে গিয়ে নিশ্চিন্ত।

ঝরে ঘাতক কবিতাসূচি,
নদী বয় না কুমারী গালে।
শুধু হোমো কঙ্কাল খুঁজি--
লিখিত পাহাড়ী ভেড়ার পালে।

আসে,সড়কের বুকে শ্রাবণ।
সত্যি,দেখতে তোমার'ই মতো।
তবে সন্দেহে আজ চাইবো,
এক উলঙ্গ রাজার ব্রত।

চলো,সন্ধ্যে সময় ম্যাপে,
চাঁদের গায়ে চাঁদকে লাগাই।
পাগল কী আর সাধে ক্ষ্যাপে?
বন্ধ্যা পেনিসে দাবানল চাই...

চুঁচুড়া'র মাঠ,সুখী লোকজন,
ও'রা অ্যাস্ট্রোলজি'ও করে--
দশ হাতে দশ হাত রেখে দেখো,
শাস্ত্র ঘেঁটে ওরাই ফিরবে হেরে।

বেলা-বারবার আমাকে ছেড়ো,
লড়াই-হাসপাতালে,ট্রমা'য়।
আগুন;তুমি পুড়িয়ে ফেলো আরও...
এভারেষ্ট হোক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়!



No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি