ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 27 July 2018

ধর্মের অনুশাসন

ধর্মের অনুশাসন
~সত্য স্বরূপ গোস্বামী

ধর্ম কি আর ধর্ম কোথায় এই নিয়ে রোজ যুদ্ধ বেজায়
মানুষের প্রাণ মানুষই নেয় ধর্মের নামে প্রহসন হয়
সর্গ কোথায় পরকালে কি এই নিয়ে ভাই তর্ক বেজায়
কে কি খাবে কি পরবে থাকবে কোথায় কার সঙ্গে
সেসবই নাকি ধর্ম শেখায়
আসল ধর্ম ভুলছে সবাই
সমাজ ভুলে মানুষ এখন মূর্তি নিয়ে দেদার মোজে
স্বার্থান্বেষী মানুষ কিছু ধর্ম বেচে দেদার মজায়
আসল ধর্ম মানব ধর্ম এই কথাটি ভুলছে সবাই
মানুষ মাঝেই দেবতা আছে সেবা কর সবে মিলে
আর্তের সেবাই আসল ধর্ম
আর্ত সেবায় মগ্ন থেকো



No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি