ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 27 September 2018

তোমায় ছাড়া

-'তোমায় ছাড়া।'
~বোধিদীপ্ত মাহাতো

তোমায় আমি দেখেছিলাম নয়-দশ বছর আগে;
আবার এত বছর পরেও
তোমায় দেখার ইচ্ছা জাগে।
যখন তোমায় দেখেছিলাম
তুমি ছিলে রং-য়ে মাখা,
রোদ-দুপূরের প্রেক্ষাপটে
তুমি যেন ছবি আঁকা।
সেই শুরু মোর উথালপাথাল
তোমায় - ভালোবেসেছিলাম 
বেশ কিছুদিন আগেও আমি,
তোমার জন্য েকঁদে-ছিলাম।
চোখ ভেজানো বৃষ্টি এলো
দৃশ্য জগৎ ঢেকে দিয়ে,
সেই জলের-ঐ স্রোতের ধারায়
উঠলে তুমি কূল-ছাপিয়ে।
তুমি-ই তো আমায় ভঁাসিয়ে নিলে,
তোমায় সঁপে (আমি) আত্মহারা
আজকে অবাক, ভাবি বসে!
কাটছে কী জীবন, তোমায় ছাড়া?

                           (সমাপ্তি)

নাম- বোধিদীপ্ত মাহাতো।
রানিবাঁধ, বাঁকুড়া।

1 comment:

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি