ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday, 26 April 2018

অঙ্কের নিয়মে বলছি

অঙ্কের নিয়মেই বলছি

তোমার বুকে কতটা প্রেম আছে
বড়োজোর আড়াইশো গ্রাম।
সংগম সুখে প্রেমের গভীরতা কত থাকতে পারে
বড়োজোর দশ থেকে বারো সেমি ;

হৃদয়ের ওজন সাড়ে তিনশো গ্রামের বেশী নয়,
দুঃখের ওজন টাই সব'চে ভারী;
চোখে কত ভাগ কান্না আছে, হরেগড়ে পাঁচ শতাংশ___
সে জলেই ভেসে গেছে অস্থি থেকে চিতাকাঠ।

প্রেম, অঙ্ক বোঝে।
ভালোবাসা, অঙ্ক বোঝে।
যৌনতাও, অঙ্ক বোঝে।

শুধু অনুভবের অঙ্কটাই অসীম।

দুই অংকের এ জীবন;
এককে আমি দশকে দর্শক।

সময়ের আয়ু মেপে দিলো ঘড়ির কাঁটা।


1 comment:

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি