ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday, 26 April 2018

ধর্মের সুরসুরি

ধর্মের সুরসুরিতে নাচিও না শরীর
       সদর্পে হানো তাতে ঘা__
অসময় বাতলায় না কোন হাতঘড়ি
    উরুর ওপর কোন জাত হয়না ;

প্রতিরোধ করতে পারেনি ৮বছরের শিশু
   শাসকের দরবারে ধর্মীয় কানুন,
একই ঘাটে জল খেত যে রাম রহিম যীশু
   সে জলে মিশে গেল ধর্মের জীবাণু..

নীরবে নিভৃতে নির্ভয়া'রা ওঠে কেঁপে
     কামদুনি, কুশমান্ডি, কাশ্মীরে,
আমরাও মানুষ তাই ভয়ে ধরে চেপে
  এই বুঝি সন্তান লাশ হয়ে ফেরে।



No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি