ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 26 April 2018

শব্দপিন্ড

খসে পড়া শব্দপিন্ড_

খসে পড়া শব্দপিন্ড ঈষৎ কলমের খোঁচা দিয়ে
নামিয়ে দিচ্ছি সহানুভূতির নাব্যতায়,
যে শব্দেরা বিপ্লবী সাজে তাদের বন্দী করি কাব্যটায়।
তারপর রিপু করে দিই টানটান বরাবর অক্ষরেখা,
শব্দছকের চক্রবূহ প্রায়শই আমায় কবিতা লেখায়__

অতঃপর,  দায়ভারে ঝুঁকে পড়া কাঁদ
চেনে ইহকাল পরকাল ; অভিযোজনের বুনিযাদ ;

কিয়দংশ বেচে খেতে খেতে গিলে নেওয়া
কয়েক ফর্মা, সহজ লভ্যতায়__
অতএব, প্রমাণিত- লাইনচ্যুত শব্দরাই প্রাদেশিক এ সভ্যতায়।


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি